Skip to content
BD Panorama

Exposes the truth

BD Panorama

Exposes the truth

নির্মাতা আশফাক নিপুনের সেক্স ভিডিও ফাঁস

BD Panorama, September 11, 2024September 11, 2024

বিডি প্যানোরমা প্রতিবেদন-
সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে , শিল্পীদের হোয়াটস আপ গ্রুপের ইনবক্স ফাঁস করে আলোচনায় আসেন নির্মাতা আশফাক নিপুন। সেখানে তিনি গ্রুপের ব্যাক্তিগত আলোচনা ফাঁস করেন মিডিয়াতে। এতে করে ছাত্র জনতার তোপের মুখে পড়েন গ্রুপের শিল্পীরা। এর দিন তিনেক পরেই নিজের ফেইস বুক মেসেঞ্জারে বিভিন্ন নারীদের সাথে ইনবক্স সেক্স চ্যাট ফাঁস হয় । সেখানে ২০০৯ সাল থেকে শুরু করে দীর্ঘ সময়ের ,বিভিন্ন নারীর সাথে তার উত্তেজক যৌনালাপ ও উলঙ্গ ছবি ,নানা পর্ণ ভিডিওর দেয়া বর্ণনা ও লিংক শেয়ার করতে দেখা যায়। যা দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ভাইরাল বিষয় । এর রেশ কাটতে না কাটতেই এবার ফাঁস হয়ে গেল তার সেক্স ভিডিও । ইউ পর্ণ নামের একটি ওয়েব সাইটে নিজের বেশ কয়েকটি ভিডিও বিক্রি করে দিয়েছেন আশফাক নিপূন এমনটাই ধারণা করা হচ্ছে। মিডিয়ার অনেকের সাথে আলোচনা করে জানা যায়,
মিডিয়াতে নতুন মেয়েদের কাজ করার সুযোগ দেয়ার নাম করে , তাদের কে নিজের সাথে দৈহিক সম্পর্ক তৈরী করতে বাধ্য করেন তিনি। এবং গোপন ক্যামেরায় সেসব ভিডিও ধারণ করে তা বিদেশী বিভিন্ন পর্ণ সাইটে বিক্রি করে কামিয়ে নিচ্ছেন লাখ লাখ ডলার।
এসব ভিডিও দেখিয়ে নতুন উঠতি মডেল নায়িকাদের বাধ্য করতেন ,দেশের প্রভাবশালী ব্যবসায়ী আমলা , রাজনীতিবিদদের মনোরঞ্জনে। আর এই কাজে তাকে সহযোগীতা করতেন তার স্ত্রী গায়িকা এলিটা করিম। আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ে নিপুন ও তার স্ত্রী এলিটা করিমের অবাধ যোগাযোগ ছিল। এলিটা করিম প্রধানমন্ত্রীর অফিসের বড় কিছু প্রজেক্টে কাজ ও করেছেন । কামিয়ে নিয়েছেন কোটি টাকা। সরকার বদলের আগ আগে মূলত নিজেদের বাঁচাতে ছাত্রদের পক্ষে দাঁড়ায় এই জুটি। একজন নির্মাতার এমন কুরুচিপূর্ণ চ্যাট দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন মিডিয়া জগতের অনেকেই।
ছাত্র আন্দোলনের আরেক আলোচিত অভিনেত্রী আজিমেরী হক বাঁধন তার ফেইস বুকে লিখেন ,” ঘেন্নায় আমার বমি আসতেছে। আমি পুরোটা পড়তে পারি নাই। শিল্পী দাবী করা একজন মানুষ ঘরে নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সাথে এত কুরুচিপূর্ণ আলোচনা কিভাবে করে। আমাদের মিডিয়া এদের হাতেই জিম্মি হয়ে আছে।না জানি কত নারীর সর্বনাশ করেছে এই আশফাক নিপূন। যদিও সেক্স ভিডিও বিষয়ে কোন মন্তব্য করেন নি বাঁধন। ভিডিওগুলো যারা দেখেছেন তারা , ব্যাক্তিটি আশফাক নিপুন বলেই মন্তব্য করেছেন।পর্ণ সাইটের ভিডিওতে আশফাক নিপুনের চেহারা চেনা গেলে ও সাথের নারীর পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। উঠতি কম পরিচিত বা নতুন মুখের মডেল অভিনেত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করছেন নেটিজনরা।

News

Post navigation

Previous post
Next post
©2025 BD Panorama | WordPress Theme by SuperbThemes