Skip to content
BD Panorama

Exposes the truth

BD Panorama

Exposes the truth

সমন্বয়ক হাসনাতের নির্দেশে নারীকে কান ধরে উঠবস!

BD Panorama, September 13, 2024September 13, 2024

বিডিপ্যানারোমা রিপোর্টঃ কক্সবাজারে নারীকে কান ধরে উঠবস করানো যুবকের পরিচয় পাওয়া গেছে। সে হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ট। হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে জনসভায় যে বক্তব্য দেয় সেখানে সেই যুবক উপস্থিত ছিলো।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে কান ধরিয়ে ওঠ-বসা করাচ্ছে একদল উৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়ে ওই ভুক্তভোগী নারী কান ধরে ওঠ-বস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে আঘাত করেন। সেই যুবক নিশ্চিত করেছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহের নির্দেশে সে এই কাজ করেছে। হাসনাত আব্দুল্লাহ যেদিন কক্সবাজারে সফর করেন সেদিনই তার মৌখিক নির্দেশে সি বিচে প্যান্ট পড়া নারীদের টার্গেট করে এই কাজ করা হয়।

সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ওই নারী কান ধরে ওঠ-বস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতারা ওই নারীর কান ধরে ওঠ-বস গণনাও করছিলেন। এ ঘটনাটি কক্সবাজারে ঘটেছে বলে জানা গেছে।

News

Post navigation

Previous post
©2025 BD Panorama | WordPress Theme by SuperbThemes